কর্মক্ষেত্রে সহিংসতা-হয়রানি প্রতিরোধে “নারী সমাবেশ”

ঢাকা প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১৯০ অবিলম্বে অনুসমর্থন এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধে নারী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এ সমাবেশ করে।
আজ শুক্রবার (০৫ মার্চ) সকাল পৌনে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ সরকারকে আইএলও কনভেনশন-১৯০ অনুস্বাক্ষরের দাবী জানানো হয়। বিভিন্ন দাবী সম্বলিত প্ল্যাকার্ড হাতে নারীরা মানববন্ধনে অংশ নেয়।
আগামী সোমবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীদের অভিনন্দন জানানো হয়। সমাবেশে গার্মেন্টসে কর্মরত বিপুল পরিমাণ নারী অংশ নেন।
সমাবেশ ও র‌্যালির মাধ্যমে সরকারের কাছে তাদের দাবী তুলে ধরেন। এ সময় বিভিন্ন স্লোগান দেয় নারীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

 

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.