কর্মকর্তাদের তেলবাজি নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: সরকারি কর্মকর্তাদের তেলবাজির সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আপনি কেন একজন সচিব, মন্ত্রী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশংসা করবেন। প্রশংসা করতে হবে সৃষ্টিকর্তার। এরপর মা-বাবাকে। তারপর যদি প্রশংসা করতে হয় তাহলে যেসব ছাত্র-জনতা রক্ত দিয়েছেন তাদের প্রাপ্য।’
গতকাল বুধবার পেট্রোবাংলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, মানুষের পরিবর্তনের প্রত্যাশাকে অনুধাবন কর‌তে হ‌বে। রাজপথের ভাষা বুঝতে না পারলে সকলের কী পরিণতি হবে- তা বুঝতে হবে।
তিনি বলেন, ‘সচিবদের তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকা উচিত নয়। এতে স্বার্থের ব্যাঘাত ঘটে। ভবিষ্যতে কোনো সচিব যাতে তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোম্পানিগুলোতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে।’
পেট্রোবাংলায় অনেকে দুর্নীতি হয়েছে মন্তব্য করে ফাওজুল কবির খার বলেন, ‘দুর্নীতিবাজ সচিব কিংবা উচ্চপদস্থ কেউ কাজে যতই দক্ষ হোন না কেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পরিচালনা পর্ষদে ছাত্রদের সুযোগ দেওয়া হবে।’
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, পেট্রোবাংলারচেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান এবং বিভিন্ন দপ্তর প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.