চট্টগ্রাম ব্যুরো: চটগ্রাম মহানগর আগ্রাবাদস্থ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের শাখা বিহার কর্ণফুলী উপজেলাধীন বড়গাঙ বৌদ্ধ বিহারের নবনির্বাচিত কার্যকারী কমিটি’র শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষে গত ২৩ জানুয়ারি শুক্রবার, সকাল ১১টায় বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানবিধ দানের অনুষ্ঠান বড়গাঙ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মহতী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোয়াপাড়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, রাঙ্গামাটি কাউখালী বোধিগিরি শিশু সদনের পরিচালক ও বড়গাঙ বৌদ্ধ বিহারের সভাপতি ভদন্ত জ্ঞাননন্দ মহাথেরো।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাঙ বৌদ্ধ বিহারের উপদেষ্টা ভদন্ত শুভদর্শী মহাথেরো, বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথেরো, বড়গাঙ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মকীর্তি স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, ভদন্ত জ্ঞানকীর্তি স্থবির, কুমার ক্যশপ ভিক্ষু, ভদন্ত বিদর্শন ভিক্ষু।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি নিযুক্ত হলেন, ভদন্ত জ্ঞাননন্দ মহাথেরো, কার্য্যকরী সভাপতি দীপক চাকমা, সহ-সভাপতি অসীম চাকমা, প্রবীণ চাকমা, প্রত্যায়ন চাকমা, রতন চাকমা, সাধারণ সম্পাদক মেটুস চাকমা, সহ-সাধারণ সম্পাদক নিটেন চাকমা, বাবু চাকমা, অর্থ সম্পাদক নয়ন বিকাশ চাকমা, সহ-অর্থ সম্পাদক এল্টন চাকমা, সহ-অর্থ সম্পাদক অমর বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক প্রবীন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল চাকমা, দপ্তর সম্পাদক ধর্মকীর্তি স্থবির, ধর্ম বিষয়ক সম্পাদক অক্ষয় চাকমা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

















