করোনা সচতেনতায় বাগরেহাট ভ্যান চালকদরে মাঝে মাস্ক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় উপজেলা দরিদ্র ভ্যান চালকদের মাঝে মাস্ক ও করোনা সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শরণখোলা উপজেলা কমিউনিস্ট পার্টি স্থানীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে করোনা প্রতিরোধে মাস্ক ও সাধারণ মানুষদের সচেতন করতে প্রচারপত্র বিলি করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষক সমিতির ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা শরীফুজ্জামান শরীফ, উপজেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক রতন দাস, শরণখোলা প্রেসক্লাব সভাপতি ও কমিউনিস্ট নেতা ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম আকন, স্থানীয় উদীচীর সদস্য সোলায়মান হোসেন প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.