করোনা সংক্রমণ : খুলনার বড় বাজার ৫ দিনের জন্য বন্ধ

খুলনা ব্যুরো: খুলনার বড় বাজারের নিত্য প্রয়োজনীয় সকল দোকান পাট বন্ধ ঘোষনা করা হয়েছে। আগামীকাল সোমবার (২২ জুন) থেকে পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে।
ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ীও করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন এবং আরো কয়েকজন ব্যবসায়ীও আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায়  চিকিৎসাধীন আছেন।
খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন,খুলনায় করােনা ভাইরাস যে ভাবে মহামারী আকারে ধারন করেছে, খুলনায় প্রতিদিন বহু মানুষ এই রােগে আক্রান্ত হচ্ছে। ছড়িয়ে পড়েছে বড় বাজারেও।তাই সকলের সুস্থ থাকার জন্য  আগামীকাল সোমবার (২২ জুন) থেকে (২৭ জুন) পর্যন্ত আমাদের সমিতির অন্তর্ভূক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা ধান-চাল বনিক সমিতির সভাপতি মনির আহমেদ বলেন, করোনা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমাদের পক্ষ থেকে সকল ধান ও চালের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ জুন থেকে ২৬ জুন সকল এ জাতীয় দোকান বন্ধ থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.