করোনা : ভ্যাকসিন’র আগেই ২০ লক্ষ মৃত্যুর শঙ্কা : WHO

(করোনা : ভ্যাকসিন’র আগেই ২০ লক্ষ মৃত্যুর শঙ্কা : WHO–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পুরোপুরি কার্যকর ভ্যাকসিন আসার আগেই বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে ২০ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির জরুরী চিকিৎসা বিভাগের প্রধান ডা. মাইক রায়ান এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপের আগে এই সংখ্যা ২ মিলিয়ন অর্থাৎ ২০ লক্ষের বেশীও হয়ে যেতে পারে।

তবে চীনে ডিসেম্বরে করোনা ভাইরাস সংক্রামণের পর এরই মধ্যে বিশ্বে ১০ লক্ষের মতো মানুষ করোনার  মারা গেছে। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৬৫ হাজারের ও বেশী মানুষ।

এ ছাড়া গত কয়েকদিনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার ‘সেকেন্ড ওয়েভ’ বা দ্বিতীয় দফা সংক্রমণ। ইউরোপসহ পৃথিবীর অনেক দেশে শীত পড়া শুরু করেছে। সেসব দেশে করোনার সংক্রমণও বেড়ে চলেছে। অনেক দেশ নতুন করে গোটা দেশ লকডাউন করে দেওয়ার কথা ভাবছে।

ইউরোপ প্রসঙ্গে ডা. মাইক রায়ান বলছেন, ‘আমরা দেখছি, একটা বিরাট অঞ্চলজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। এটি আমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.