করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নওহাটা পৌরসভার লিফলেট ও মাস্ক বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: করোনা ভাইরাস সংক্রমণ থেকে জনগণকে নিরাপদে রাখতে নওহাটা পৌর মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেনের নেতৃত্বে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও মেয়র জীবানু ধ্বংসকারী স্প্রে এবং হাত ধোয়া কার্যক্রমের উদ্বোধন করেন।

আজ সোমবার সকালে নওহাটা বাজার এলাকায় এই লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

উদ্বোধন কালে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নানামূখী সচেতনতামূলক কার্যক্রম তাঁর প্রশাসন হাতে নিয়েছে। এর মধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরকে আহবায়ক করে গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গ্রাম্য সচেতনতামূলক কমিটি গঠন হরা হয়েছে।

এছাড়াও প্রতিটি ওয়ার্ডে স্প্রে কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। সেই সাথে সরকারী নির্দেশনা অনুযায়ী পৌরবাসীকে চলার পরামর্শ প্রদান করেন মেয়র।

এসময়ে ১নং প্যানেল মেয়ার নাজিম উদ্দিন, ২নং প্যানেল মেয়র আজিজুল হক, ৩নং প্যানেল মেয়র তাজমা ইসলাম পারুল, পৌর সচিব মিজানুর রহমান, পৌর প্রকৌশলী আতাউর রহমান, সুপারভাইজার সহিদ কামাল কাজলসহ অন্যান্য কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.