করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর মাইকিং

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন ও হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য সেনাবাহিনীর প্রচারাভিযান শুরু। আজ বৃহস্পতিবার দুপুরে মাধবপুর বাজারে মাধবপুরে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আশিক এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল দল সামাজিক সচেতনতার লক্ষ্যে মাইকিং করে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে হাটে আসা লোকজনকে অবহিত করেন।

হাটবাজারে সামাজিক দুরত্ব বজায়, জনসমাগম এড়িয়ে চলা,দ্রুত কাজ সেরে বাসায় ফেরা,অহেতুক ঘোরাফেরা না করা,মুখে মাস্ক পরিধান করা,বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া, বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান।

এর আগে ক্যাপ্টেন আশিক উপজেলা নির্বাহী কর্মকতা তাশনূভা নাশতারাণ, উপজেলা সহকারী (ভূমি) আয়েশা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম এর সাথে মত বিনিময় করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.