করোনা ভাইরাসের মাঝেও ভিক্ষা করছেন হবিগঞ্জের মীর চান


হবিগঞ্জ জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে এক ধরণের লকডাউন চললেও পেটের তাগিদে ভিক্ষা বৃত্তি করে যাচ্ছেন সত্তোর্ধ অসহায় বৃদ্ধা মীর চান।

স্বামী সন্তান হারা এই দরিদ্র মহিলার দেখার কেউ নেই।, এখন পর্যন্ত তার ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা বা কোন সাহায্য। পেটের দায়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা বৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

বৃদ্ধা মীর চান হবিগঞ্জ সদর উপজেলার ৫ নং গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের মৃত আতাব আলীর স্ত্রী। পেটের দায়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে চলছে তার জীবন সংগ্রাম।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করেও পাননি কোন সাহায্য বা বয়স্ক ভাতা। নিরুপায় হয়ে করোনায় চরম বিপদ যেনেও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেছেন তিনি ।

অসহায় হত দরিদ্র মহিলা মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান না খেয়ে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.