করোনা প্রতিরোধ সংক্রান্ত বাগেরহাট জেলা কমিটির সভা

বাগেরহাট প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বাগেরহাট জেলা কমিটির সভা বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন করোনা বিষয়ে জেলার দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক।

সভায় বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, বাগেরহাট সদর উপজেলাপরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহবায়ক সরদার নাসির উদ্দিন. মাননীয় এমপি শেখ হেলাল উদ্দিন এর একান্ত সচিব আওয়ামীলীগ নেতা ফিরোজুল ইসলাম. বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার. বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেনসহ ।বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন সভায় জানান, বাগেরহাট জেলায় সর্বশেষ করোনা আক্রান্তের সংখ্যা ২৮৩ জনে।

এর মধ্যে ১৯০ জন সুস্থ ও ৫ জনের মৃত্যু হয়েছে। সভায় সিনিয়র সচিব করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করেন।

আসন্ন কোরবানী পশুর হাটে করোনা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট উপজেলা প্রশসনকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.