করোনা প্রতিরোধ করে বাংলাদেশ আবার মাথা উচু করে দাঁড়াবে : প্রধানমন্ত্রী

বিটিসি নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যপী ছড়িয়ে পড়া এ মহামারি প্রতিরোধ করে বাংলাদেশ আবার মাথা উচু করে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আজ রবিবার (১০ মে) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৭টি প্রতিষ্ঠানকে ত্রাণ সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ভয় পেলে চলবে না, সবাইকে মনোবল ধরে রাখতে হবে। সেইসাথে, বিশ্বস্বাস্থ্য সংস্থ্যার নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, এমন কোনো কিছু করা যাবে না। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তায় দেন শেখ হাসিনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.