করোনা প্রতিরোধে রাবিতে জনসমাগম স্থগিত

রাবি প্রতিনিধি: জনসমাগম সম্পৃক্ত যেকোনো ধরনের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। আজ বুধবার সকাল বিশ্ববিদ্যালয় মুজিববর্ষ উদযাপন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য অধ্যাপক মলয় কুমার ভৌমিক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপন ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের মূল আয়োজন যেহেতু স্থগিত করা হয়েছে, সেহেতু আমরা রাবিতেও মুজিববর্ষ উদযাপনে জনসমাগম সম্পৃক্ত অনুষ্ঠানগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

একই সঙ্গে ক্যাম্পাসে যেকোনো ধরনের জনসমাগম সংশ্লিষ্টতা আছে এমন অনুষ্ঠানগুলোও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

তবে আগামী ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানগুলো আমরা উদযাপন করব। শুধু যে অনুষ্ঠানগুলোতে বেশি মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা আছে, সেই ধরনের অনুষ্ঠানগুলো বন্ধ থাকবে।

আগামীকাল বৃহস্পতিবার (১২মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মুজিববর্ষ উদযাপন কমিটির একটি বৈঠকে ক্যাম্পাসে জনসমাগম সম্পৃক্ত অনুষ্ঠানগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সকল ধরনের জনসমাগম সম্পৃক্ত অনুষ্ঠানগুলো আমরা স্থগিত করলাম। আজকের মধ্যেই এ নোটিশ জারি করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: তানভীর তুষার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.