করোনা পরীক্ষার জন্যে একটি আরপিসি মেশিন স্থাপন করা হবে – স্বাস্থ্য মহাপরিচালক


নাটোর প্রতিনিধি: নাটোর সদর হাসপাতালেডিজিটাল এক্স-রে মেশিন এর সেবা প্রদান কার্যক্রম এবং নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যালয়ে কোভিড-১৯ পরীক্ষার জন্যে জিন এক্সপার্ট মেশিন সংযোজন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্টানে তিনি বলেন খুব দ্রুতনাটোরে নির্মাণাধীন ২৫০ শয্যার সদর হাসপাতালেও প্রয়োজনীয় জনবল পদায়ন করা হবে ।

নাটোর সদর হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্যে একটি আরপিসি মেশিন এবং একপি জেনারেটর সংযোজন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মীজানুর রহমান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও মোঃ সাইদুর রহমান, নাটোর বিএমএ’র সভাপতি ডাঃ জাকির হোসাইন এবং নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আনছারুল হক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.