করোনা : পঞ্চগড়ে আক্রান্ত বেড়ে ৮০ জন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে একদিনে নতুন করে আরও ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০ জনে।

গতকাল রোববার (৩১ মে) রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ইতিমধ্যেই আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ প্রতিবেশি কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ১২ জনই ঢাকা, কুমিল্লা ও মাদারীপুর ফেরত। এদের রক্তের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের টেস্টে পজিটিভ আসে।

জেলায় ৮০ জনের মাঝে পঞ্চগড় সদর উপজেলায় ২১ জন, বোদায় ৭ জন, দেবীগঞ্জে ৩৬ জন, তেতুঁলিয়ায় ৯ জন,ও আটোয়ারী উপজেলায় ৭ জন রয়েছে।

সুস্থ্য হয়েছেন তেতুঁলিয়া উপজেলায় ৪ জন, বোদায় ২ জন, দেবীগঞ্জে ৩ জন,ও পঞ্চগড় সদরে ৩ জন।

মৃত দুইজনের বোদা উপজেলায় ১ ও দেবীগঞ্জ উপজেলায় ১ জন।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এখন পর্যন্ত মোট এক হাজর ২৯৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ২১৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৮০ জনের শরীরে করোনা পজিটিভি এসেছে। ১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। দুজনের মৃত্যু হয়েছে। বাকিদের আইসোলেশনে রাখা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.