করোনা কালে মাস্ক পরার কথা স্মরণ করিয়ে দেবে ফেসবুক

বিটিসি নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলছে যুক্তরাষ্ট্রে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবহারকারীদের মাস্ক পরার কথা স্মরণ করিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) ফেসবুকের পক্ষ থেকে এমনটি বলা হয়।

এই বিষয়ে একটি বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আমরা ফেসবুক এবং ইন্সটাগ্রামের ওপরে একটি এলার্ট রাখবো যাতে সবাইকে মুখ ঢাকার কথা স্মরণ করিয়ে দেয়া যায়।

এছাড়াও ফেসবুকের পক্ষ থেকে বলা হয় যে করোনা প্রতিরোধে কোম্পানীটির পক্ষ থেকে অতিরিক্ত পরামর্শ এবং বিভিন্ন পাবলিক হেলথ এজেন্সির লিংকও ব্যবহারকারীদের দেয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.