করোনা কাটাকে হার মানিয়ে নদীয়ার তৈরি রাখি পাড়ি দিল বিহার, ঝাড়খন্ড, অসমে (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: করোনায় ভাটা পড়েছে প্রায় সকল উৎপাদন শিল্প সহ কুটির শিল্প গুলোতেও। বাদ পড়েনি রাখি শিল্পেও। একটা সময় রাখি শিল্পের জন্য সুপ্রসিদ্ধ ছিল নদীয়ার রানাঘাটের শরৎপল্লী এলাকা।
কিন্তু বর্তমানে সেই রাখি শিল্পে এখন ভাঁটার টান। এমনিতেই রাখি শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন অনেকে অন্য পেশায় চলে গেলেও, রাখির টানেই বেশ কিছু মানুষ রয়ে গেছেন এই পেশায়।
করোনা মহামারীর কারণে গত বছর রাখি ব্যবসা তলানিতে ঠেকেছিল। কিন্তু এবারের অবস্থা কিছুটা হলেও বদলেছে।
নদিয়ার রানাঘাটের তৈরি রাখি এবারে পাড়ি দিয়েছে পূর্ব ভারতের বিহার ,ঝাড়খন্ড ও অসমে। রানাঘাটের তৈরীর রাখির কদর ভারতজুড়ে। বিভিন্ন রকমের রাখির সম্ভার নিয়ে হাজির হয়েছেন রানাঘাটের রাখির ব্যবসায়ীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.