করোনা উপসর্গ নিয়ে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু

সিলেট ব্যুরো: করোনভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এমএ হক। সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (০৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন।’

গত ৩০ জুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমএ হক। এমএ হকের করোনা পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনও আসেনি।

সিলেট সিটি করপোরেশনের বিএনপি থেকে দুই বার মেয়র প্রার্থী ছিলেন জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক।

এমএ হকের মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.