করোনা আবহে অনাড়ম্বর ভাবেই পালিত হল নদীয়ার মায়াপুর ইস্কনের উল্টো রথ (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: করোনা বিধি মেনেই নদীয়ার মায়াপুর ইসকনের সকাল সকাল উল্টো রথের রশিতে টান পড়ল। বিশাল সংখ্যক জনসমাগম না করে গুটিকয়েক ভক্তদের নিয়ে নিয়ম রক্ষার উল্টোরথ পালিত হল তীর্থ নগরী মায়াপুর ইসকনে।
প্রতি বারের তুলনায় এবার অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে মায়াপুর ইসকনের উল্টোরথ। শুধুমাত্র একটি রথেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে নিয়ে জৌলুসহীন ভাবেই ইসকন এর মধ্যেই পালিত হচ্ছে উল্টোরথ।
করোনা বিধিকে মান্যতা দিতেই সমস্ত রকম বিধি-নিষেধ মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে ইসকনের তরফ থেকে।
প্রতিবছর নবদ্বীপের রাজাপুর থেকে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রান্ত করে জগন্নাথের মাসির বাড়ি ইসকন মন্দিরে পৌঁছতেন। কিন্তু এবছর করনো বিধির কারণে ইসকন মন্দিরের ভিতরে শুধুমাত্র প্রায় ২০০ মিটার পথ অতিক্রান্ত করেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।
মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আগে মানুষের জীবন তারপরে রথযাত্রা।
সেই কারণেই শুধুমাত্র ৫০ জন ভক্ত নিয়ে এবছরের উল্টো রথযাত্রা পালন করা হলো। শুধু তাই নয় রথযাত্রা উপলক্ষে যে যে অনুষ্ঠান কর্মসূচিগুলো থাকে সেগুলো বাতিল করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.