করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ট্রেনের বগিকে আইসোলেশন ওয়ার্ড

কলকাতা প্রতিনিধি: করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ট্রেনের বগিকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করার পরিকল্পনার কথা জানিয়েছে ভারত সরকার। আক্রান্তের সংখ্যা বেশি হলে এমন ব্যবস্থা নেয়া হবে বলে গতকাল শনিবার (২৮ মার্চ) ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্রেনের বগিতে করোনা রোগীদের চিকিৎসার বিষয়ে ভারতের রেলমন্ত্রী পীযুষ গোয়াল বলেন, বগীগুলোকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা হবে যাতে রোগীরা আরামে থাকতে পারেন।

ভারতে করোনা বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশে চলছে ২১ দিনের লকডাউন। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯শ ৮৭ জন। মারা গেছেন ২৪ জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.