করোনা আইসোলেশন ইউনিট স্থাপনের দাবিতে রাবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে করোনা ইউনিট স্থাপনের দাবীতে রাজশাহী প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেন।

রাবি ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী ও সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুনের নেতৃত্বে এই স্মারকিিপ প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সুরক্ষা বিবেচনায় ল্যাব, ১৫টি আইসিইউ বেড ও ৩০ টি আইসোলেশন বেড সম্বলিত করোনা আইসোলেশন ইউনিট স্থাপনের দাবী জানানো হয়।

এসময়ে রাহী বলেন, এই সরকার বিনা ভোটে নির্বাচিত হয়ে জোর করে ক্ষমতায় আসিন হওয়ায় জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। করোনা ভাইরাসে প্রতিদিন ব্যপকভাবে মানুষ আক্রান্ত ও মৃত্যুবরণ করছে। করোনা আক্রান্ত রোগিরা বেশীর ভাগ বিনা চিকিৎসায় মারা যাােচ্ছ।

সেইসাথে বতর্মানে হাসপাতালগুলোতে সাধারণ রোগিরা চিকিৎসা পাচ্ছেনা। এই অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করোনা আইসোলেশন ইউনিট স্থাপন অত্যন্ত জরুরী বলে উল্লেখ করেন এই ছাত্রদল নেতা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ ফজলুল করিম (বাবলুরাজশাহী। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.