করোনায় সুনামগঞ্জে থানা কাপড় ব্যবসায়ীর মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের করোনা উপসগ্রে স্বপন তালুকদার (৫২) নামে এক থান কাপড় (দর্জি )ব্যবসায়ী মারা গেলেন। গতকাল বৃহস্পতিবার (০৪ জুন) সৎকারের লোক না থাকায় পৈতৃক নিবাস পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ফহেতপুর পিরোজপুর গ্রামে শশ্নানঘাটে অতিগোপনে তার মরদেহ দাফন করা হয়।

নিহত থান কাপড় (দর্জি) ব্যবসায়ী স্বপন তালুকদার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের প্রয়াত হরেন্দ;্র মোহন তালুকদারের ছেলে। তিনি তাহিরপুরের বাদাঘাট বাষিজ্যিক কেন্দ্রে এএস ক্লথ ষ্টোর নামে একটি দোকান কোটা নিয়ে থানা কাপড়ের ব্যবসা করে আসছিলেন।

এরপুর্বে বুধবার মধ্যরাাত পরবর্তী তিনি স্বর্দি জ্বর , কফ, উচ্চ রক্তচাঁপ ডায়াবেটিক ও শ্বাসকষ্ট জনিত কারনে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার সংলগ্ন বাদাঘাট গ্রামে নিব বাসায় মৃত্যবরণ করেন।

পারিবারীক সুত্র জানায়,গত এক সপÍাহ ধরে স্বর্দি জ্বর কফ ও তীব্র শাসকষ্টের ভোগান্তিতে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন ওই ব্যবসায়ী। নিহত ব্যবসায়ীর দুই ছেলে ও স্ত্রী রয়েছেন।

আজ শুক্রবার (০৫ জুন) সন্ধায় সাড়ে ৭টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ইকবাল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নিহত ব্যবসায়ীর মরদেহ হতে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি এরপর নিহতের পরিবারের সকল সদস্যদের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.