করোনায় মা হারালেন রোনালদিনহো

বিটিসি স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহোর মা মিগেলিনা ডস সান্তোস মারা গেছেন। প্রায় আড়াই মাস করোনাভাইরাসের সঙ্গে লড়াইর পর গত শনিবার ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
ব্রাজিল এবং পেরুর কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, গত ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিগেলিনা। শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি। হোম সিটি পোর্টো অ্যালেগ্রেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ভক্ত-সমর্থকদের কাছে মায়ের সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছিলেন রোনালদিনহো। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তখন পোর্তো আলেগ্রের হাসপাতালে ভর্তি ছিলেন মিগেলিনা ডস সান্তোস।
মায়ের মৃত্যুতে রোনালদিনহোর প্রতি সমবেদনা জানিয়েছে সাবেক সতীর্থ ও ইউরোপের বিভিন্ন ক্লাব।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে রোনালদিনহোর প্রতি সহমর্মিতা জানিয়েছেন মেসি। তিনি লিখেছেন, ‘রোনি (রোনালদিনহো), আমার কোনো ভাষা জানা নেই। আমি বিশ্বাস করতে পারছি না। তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক শক্তি কামনা করছি। আমি খুবই দুঃখিত। পরপারে ভালো থাকুক তোমার মা।’
রোনালদিনহোর দুই সাবেক ক্লাব অ্যাথলেটিকো মিনেইরো এবং প্যারিস সেইন্ট জার্মেইও শোক প্রকাশ করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.