করোনায় মারা গেলেন নৌবাহিনীর ক্যাপ্টেন মাসুক হাসান

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগডা মোজাফরপুর গ্রামের কৃতি সন্তান নৌবাহিনী ক্যাপ্টেন মাসুক হাসান রনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন।
আজ বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চারদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

জানা গেছে, ক্যাপ্টেন মাসুক হাসান রনি চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি প্রিন্সিপাল পদে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুর খবরটি বিকেল ৪টার দিকে নিশ্চিত করেছেন মরহুমের সহধর্মিণী ওয়াহেদা মাসুক।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা।

এছাড়াও নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, বর্তমান সম্পাদক এম মুখলেছুর রহমান, যুগ্ম সম্পাদকসহ সাংবাদিকরা সমবেদনা জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.