করোনায় নতুন মৃত্যু ৫৫, মৃতের সংখ্যা ২০৫২, নতুন আক্রান্ত ২৭৩৮, মোট আক্রান্ত ১৬২৪১৭

ফাইল ছবি

বিটিসি নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৪১৭ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২ জনে।

আজ রবিবার (০৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি আরো বলেন, নতুন দুটি পরীক্ষাগারসহ মোট ৭৩টি পরীক্ষাগার চালু হয়েছে।

এখন পযন্ত ৮ লক্ষ  ৪৬ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১ লক্ষ ৬২ হাজার ৪১৭ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৪০৯ জন।

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে ছড়ানো করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।  বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.