করোনায় আক্রান্ত : “কোয়ারেন্টিন কোচে” রেল কর্মকর্তা রাজশাহী থেকে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তাকে ‌”কোয়ারেন্টিন কোচে” রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়েছে। আজ সোমবার (০৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন “বনলতা এক্সপ্রেস” ট্রেনে আলাদা একটি কোচ যুক্ত করে তাকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় নেওয়া হয়।

বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।

তিনি বলেন, ওই কর্মকর্তার করোনার উপসর্গ রয়েছে। শ্বাসকষ্ট হচ্ছে। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সে জন্য বনলতায় আলাদা একটি কোয়ারেন্টিন কোচ যুক্ত করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তাকে ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকার মহাখালীতে বেসরকারী ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম বাবুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.