করোনায় আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে ব্রাজিল

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪০৮ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩০ হাজার ৮৯০ জন। রাশিয়াকে পেছনে ফেলে এখন করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল।

বিশ্বে সবচেয়ে বেশী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ৪৫ হাজার ৯৪ জন। মারা গেছেন ৯৭ হাজার ৬৪৭ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.