করোনার মধ্যেই দর্শক নিয়ে শুরু হচ্ছে টিম টেনিস

বিটিসি স্পোর্টস ডেস্ক: করোনার মহামারি মধ্যেই দর্শক নিয়ে শুরু হচ্ছে টিম টেনিস। যুক্তরাষ্ট্রের ব্লিউটিএ, এটিপি এবং আইটিএফ, অর্থাৎ, টেনিসের মূল তিন সংস্থাই জানিয়েছে, তাদের কোনো আয়োজন জুলাই মাসের শেষ সপ্তাহের আগে শুরু হওয়ার সম্ভাবনা খুব কম৷

সংস্থাগুলোর মতে, শুরু হলেও সব প্রতিযোগিতায় গ্যালারিতে দর্শক থাকার সম্ভাবনা নেই বললেই চলে৷ তবে ওয়ার্ল্ড টিম টেনিস (ডাব্লিউটিটি) জানিয়েছে, আগামী ১২ জুলাই থেকে তাদের যে তিন সপ্তাহের মৌসুম শুরু হওয়ার কথা তা আরো আকর্ষণীয়ভাবে শুরু করা হবে৷ প্রথম আকর্ষণ প্রাইজমানি বৃদ্ধি৷ গতবছর প্রাইজমানি ছিল ৩৫ লক্ষ ডলার, এবার তা বাড়িয়ে ৫০ লক্ষ ডলার করা হবে৷

তবে, অন্যান্য বার খেলা হতো বিভিন্ন দেশের নানা ভেন্যুতে৷ করোনার কারণে এবার খেলা হবে শুধু যুক্তরাষ্ট্রে৷

করোনা সংকটের কারণে দর্শক উপস্থিতিতে খেলা আয়োজনও এখন বিশাল ঘটনা৷ তা-ও ঘটবে ওয়ার্ল্ড টিম টেনিসের এ আয়োজনে৷ খোলা আকাশের নীচে ৫০০ দর্শকের উপস্থিতিতে সব ম্যাচ আয়োজনের কথা ভাবছেন আয়োজকরা ৷ (সূত্র: ডয়চে ভেলে)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.