করোনার পর নতুন আতঙ্ক টমাটো ফিভার

কলকাতা (ভারত) প্রতিনিধি: সবে করোনার সংক্রমণ থেকে একটু একটু করে স্বাভাবিক জীবনযাপনের পথে চলছে জনজীবন। আর তারই মাঝে নতুন আতঙ্ক টমাটো ফিভার।
সম্প্রতি ল্যানসেটে প্রকাশিত এক প্রতিবেদনে এইরকম তথ্য তুলে ধরা হয়েছে।
বিশেষত শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে।হালকা কারও বা ধুম জ্বর সাথে শরীরের বেশ কিছু জায়গায় টমাটোর মত আকৃতি ধারণ করছে।
ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি এটা আসলে একধরণের হাত,মুখ ও গ্ল্যান্ডে ভাইরাসের সংক্রমণ। যার জেরে শরীর বিভিন্ন স্থানে টমাটোর আকারে ফোলাভাব দেখা যায়। তাঁদের আরও দাবি চিকিৎসা করালে কয়েকদিনেই তা সেরে যায়।
কোচির এক বিশেষজ্ঞ ডাঃ রাজীব জয়াদেবনের কথায় কক্সস্যাকি ভাইরাসের কারনে এধরনের অসুস্থতা দেখা দেয়।
সামাজিক সংস্পর্শে দ্রুত ছড়ায় এই রোগ। তবে কয়েকদিনের চিকিৎসায় এই রোগ সেরে যায় বলে জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.