করোনার তাণ্ডবে ইরানের সংসদ কার্যক্রম স্থগিত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের তাণ্ডবে ইরানের সংসদ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। সাংসদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
ইরানের জ্যেষ্ঠ সাংসদ নিজাম মোসাভি জানান, ২৯০ জন সদস্যদের মধ্যে ৪৭ জন এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এর জেরে আগামী মঙ্গল ও বুধবারের অধিবেশন বাতিল করা হয়েছে।
এর আগেও ইরানের সংসদ সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। করোনার শুরুর দিকে ২০২০ সালে দেশটির কয়েকজন সংসদ সদস্য এ ভাইরাসে মারা যান।
গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বর্তমানে ইরানের অন্তত ১০ জন সংসদ সদস্য হাসপাতালে ভর্তি আছেন।
দেশটির কয়েকজন সাংসদের বিরুদ্ধে করোনায় আক্রান্ত হওয়ার পর বিভিন্ন সভা ও সংসদের অধিবেশনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।
করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গতকাল সোমবার (৩১ জানুয়ারি) ইরানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৯ হাজার মানুষ। মারা গেছে ৭৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৭৩ হাজার ১৭৪ জন ও মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৪ জন দাঁড়িয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.