করোনার গ্রাফ ঊর্ধ্বমুখি চলছেই

কলকাতা (ভারত) প্রতিনিধি: দেশের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখি। শুধু ভারত নয়, ১১০টি দেশে ইতিমধ্যেই করোনা তার দাপট দেখাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছে সতর্কতার কোনও বিকল্প নেই।
এক সংখ্যক মানুষ নির্বিকারে ঘুরে বেড়াচ্ছে কোন রকমের সতর্কতা ছাড়াই।
তাঁরাই সুপারস্প্রেডারের কাজ করছে বলে হুঁশিয়ারি দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারতে ইতিমধ্যেই দৈনিক আক্রান্ত প্রায় সতেরো হাজার ছাড়িয়েছে।
কেরল,পশ্চিমবঙ্গে ও দিল্লিতে করোনার আক্রান্তের সংখ্যা সর্বাধিক।
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় এক হাজার ছয়শো জনের বেশী আক্রান্ত হয়েছেন।
কেরলে প্রায় আঠারশোর বেশী মানুষ দৈনিক আক্রান্ত হচ্ছেন।
রাজধানী দিল্লিতে পনেরশোর কাছাকাছি আক্রান্ত হয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ইতিমধ্যেই সব আক্রান্ত রাজ্যগুলোতে নজরদারি সমেত বুস্টার ডোজের ওপর জোর দিতে বলেছেন।
যদিও বেশিরভাগ আক্রান্ত মানুষ বাড়িতেই সেরে উঠছেন। তবুও কোনরকমের ঝুঁকিপূর্ণ জীবনযাপন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.