করোনাভাইরাস : দামুড়হুদার হরিয়ামপুরে সাবান ও মাস্ক বিতরণ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুর দুঃস্থ কল্যাণ সংস্থা-পল্লী বান্ধব ক্লাব-হরিরামপুর কো-অপরেটিব সমিতি ও সেবা সঞ্চয় ও ঋন দান সমিতির আর্থিক সহযোগিতায় গ্রামের দুঃস্থ পরিবারের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৬ টায় উপজেলার হরিয়ামপুর গ্রামে বিতরণ করেন। বিতরন কালে উপস্থিত ছিলেন- কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিক-উর রহমান, ওয়ার্ড আ’লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুস সবুর, কার্পাসডাঙ্গা  ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম এপি, সাবেক সেনা সদস্য আবুল কাশেম, আজিজুল হক,  জামাল উদ্দীন খাঁ, নাইম উদ্দীন ( লিফন), ইদ্রীস আলী, মতিউর রহমান মাষ্টার প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.