করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দায়িত্ব ছাড়লেন ইতালি’র সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে দিশেহারা ইতালিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে সেনাপ্রধানের দায়িত্ব ছেড়েছেন সালভাতোর ফারিনাও।  নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল ফেডেরিকো বোনাতোর দায়িত্ব গ্রহণ করেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে।

গতকাল রবিবার (০৮ মার্চ) একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছে রেকর্ড সংখ্যক ১৩৩ জন মানুষ।  নতুনভাবে আক্রান্ত হয়েছে ১৫শ জনের মতো। সবমিলিয়ে ইউরোপের দেশটিতে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জনে; আক্রান্ত ৭ হাজারের বেশী মানুষ।

এক বিবৃতিতে ইতালির সেনাপ্রধান নিজের আক্রান্ত হওয়ার খবর দিয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে অসুস্থ বোধ করায় নিজ থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। পরে এ সংক্রান্ত পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।  বর্তমানে নিজ বাড়িতেই কোয়ারেনটাইনে আছেন এই সেনাপ্রধান।

এর আগে, করোনাভাইরাস মোকাবিলায় লোম্বার্ডিসহ ১৪টি প্রদেশের অন্তত এক কোটি ৬০ লক্ষ মানুষকে বাধ্যতামূলকভাবে ৩ এপ্রিল পর্যন্ত কোয়ারেনটাইনে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে। এছাড়াও উত্তর ইতালিতে ইতোমধ্যেই ৫০ হাজারের মতো মানুষ কোয়ারেনটাইনে রয়েছে।

সফটওয়্যার সল্যুশন কোম্পানী ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, বিশ্বের প্রায় ১০৯টি দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৩ হাজার ৮৮৮ জন। আর আক্রান্ত হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৩১৮ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.