করোনাভাইরাসের কারণে দিল্লি’র সব প্রাথমিক স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শিশুরা যাতে করোনাভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য দিল্লির সব প্রাথমিক স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। খবর এনডিটিভি

আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মনিশ শিশোদিয়া একথা জানিয়েছেন।

মনিশ শিশোদিয়া বলেন, দিল্লি সরকারের সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুল, পৌরসভা পরিচালিত প্রাইমারি স্কুল এবং বেসরকারি প্রাইমারিসহ সব স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

মনিশ শিশোদিয়া টুইটারে লিখেছেন, শিশুদের মধ্যে যাতে করোনাভাইরাস না ছড়িয়ে পড়ে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার অবিলম্বে প্রাথমিক স্কুলগুলো বন্ধের নির্দেশ দিচ্ছে।

ভারতে এখন পর্যন্ত ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১৬ জন ইতালিয় পর্যটক। বিশ্বজুড়ে এই ভাইরাস তিন হাজারের বেশী মানুষ মারা গেছে। আর আক্রান্ত হয়েছে এক লাখের বেশি মানুষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.