কয়রায় পাঠদান চলাকালে এক মাদ্রাসার ১৪ শিক্ষার্থী অসুস্থ

খুলনা ব্যুরো: খুলনার কয়রা উপজেলায় পাঠদান চলাকালে এক মাদ্রাসার ১৪ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রথমে দশম শ্রেণির ছাত্রী রিফা তাসনিম জিবা শ্বাসকষ্ট অনুভব করে এবং এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে। এরপর একে একে আরও তিন শিক্ষার্থী একই ধরনের সমস্যার শিকার হয়। পরে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে, যার সংখ্যা দাঁড়ায় ১৪ জনে।  হাসপাতালের বেডে বসে থাকা শিক্ষার্থীরা জানায়, তারা বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, বমি এবং নাক দিয়ে রক্ত পড়ার মতো সমস্যার সম্মুখীন হয়েছিল।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজা উদ্দীন বলেন, “প্রথমে একজন শিক্ষার্থীর শ্বাসকষ্ট শুরু হয়, পরে আরও কয়েকজন একই সমস্যা অনুভব করে। আমরা দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই এবং শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয়।”
কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম জানান, “সংবাদ পাওয়ার পরপরই আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসি। পরে আরও ১০ জনকে ভর্তি করা হয়। তবে তাদের বড় কোনো শারীরিক সমস্যা হয়নি। এটি ‘ম্যাস হিস্টিরিয়া’ নামক একটি মানসিক প্রতিক্রিয়া, যেখানে একজন অসুস্থ হওয়ার পর আতঙ্কে অন্যরাও একই ধরনের উপসর্গ অনুভব করে।”
তিনি আরও বলেন, “অধিকাংশ শিক্ষার্থী সকালে না খেয়ে মাদ্রাসায় আসে, ফলে তারা শারীরিকভাবে দুর্বল থাকে। এটি অসুস্থতার একটি কারণ হতে পারে। বর্তমানে বেশিরভাগ শিক্ষার্থী সুস্থ হয়ে উঠছে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.