কমলাকে সমর্থন রিগ্যান ও বুশসহ ট্রাম্প প্রশাসনের শতাধিক কর্মকর্তার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের জনসমর্থন ক্রমেই বাড়ছে। নিউ ইয়র্ক টাইমসের জরিপে কমলা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছেন।
এরই মধ্যে কমলা হ্যারিসকে সমর্থন জানানোর কথা জানিয়েছে রিপাবলিকান প্রশাসনের শতাধিক কর্মকর্তা। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও জর্জ ডব্লিউ বুশসহ সাবেক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও রয়েছেন।
বুধবার এক চিঠির মাধ্যমে কমলার পক্ষে সমর্থন ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের সাবেক ঐ কর্মকর্তারা। এতে বলা হয়, সাবেক রিপাবলিকান নেতা রোনাল্ড রিগান, জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ এবং ট্রাম্প প্রশাসনের সাবেক অনেক কর্মকর্তা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলাকে সমর্থনের কথা জানিয়েছেন। এছাড়া কংগ্রেসের সাবেক কিছু নেতাও কমলাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেছেন। 
কমলাকে সমর্থন করা প্রকাশিত চিঠিতে তারা বলেছেন, আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অবশ্যই একজন নীতিবান এবং গুরুত্বপূর্ণ নেতা নির্বাচন করতে হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে কমলাকে বেশি যোগ্য বলে মনে করছেন তারা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য বলে মনে করেন তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.