কমফোর্ট হাসপাতালে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক

ঢাকা প্রতিনিধি:  রাজধানীর গ্রিনরোডে কমফোর্ট হাসপাতালে রঙের কাজ করার সময় বিস্ফোরণে দগ্ধ হন চার জন শ্রমিক। আহতরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আগুনে শ্বাসনালী পুড়ে যাওয়ায় দগ্ধ চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

রাজধানীর গ্রীনরোডের কমফোর্ট ভবনের নিচতলায় বাণিজ্যিক একটি প্রতিষ্ঠানে চলছিলো রঙের কাজ। আজ রবিবার (৩০ জুন) সকাল সাড়ে নয়টার দিকে হঠাই বিষ্ফোরণ হয় কক্ষটিতে। এসময় কর্মরত চার শ্রমিক দগ্ধ হন।

বিষ্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আহত চার শ্রমিকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় শঙ্কামুক্ত নন কেউই।

রঙের কাজ করতে গিয়েই ক্যামিকেলের মিশ্রণ থেকে বিস্ফোরণ হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

বিস্ফোরণের ঘটনায় কারো কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.