কবি ভারভারা রাওকে 

দিলীপ দাস: (আগরতলা, ত্রিপুরা) ভারত থেকে:
খুনির কদর বেড়ে গেলে
গুণীর কদর কমে ——
আপনি খুনি নন। সন্ত্রাসী নন।
সুবিধাবাদের পালকিবাহক নন।
কিন্তু খুনির থেকেও আপনি ভয়ংকর।
আপনার হৃদয়ের তাজা রক্ত প্রতিদিন
প্রতিবাদের  অক্ষর হয়ে  খুনির দিনলিপি লেখে।
তাই আপনাকে ভয়। 
ব্রেশটকে খুব ভয় পেতেন হিটলার।
ফ্রাঙ্কো ভয় পেতেন লোরকাকে।
আর পিনোচেত ভয়ে কাঁপতেন,  যখন
মিছিলে স্লোগান হত নেরুদার কবিতা।
হিকমতের কবিতায় যেমন সর্বনাশ দেখত
এরদোগানের নষ্ট পূর্বপুরুষেরা।
কালনাগ ছিদ্র খোঁজে লোহার বাসরে।
আপনি কবিতার হেতাল নিয়ে,  তাই 
অমাবস্যা রাতে সময়ের বিনিদ্র প্রহরী।
দায়বদ্ধ কবিতা চিরদিনই
শাসকের প্রতিহিংসার বিপরীতে প্রতিস্পর্ধায় বাঁচে।
সিংহাসন কবে কবিতার প্রতিবাদকে
শিরোপার যোগ্য মনে করেছে? #

Comments are closed, but trackbacks and pingbacks are open.