কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় ইউজিসির তদন্ত কমিটি

ময়মনসিংহ ব্যুরো: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ১০ তলা হল ভবনের দ্বিতীয় তলার ছাদ ধসে ১১ জন শ্রমিক আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
শুক্রবার (১ আগস্ট) ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে ৪ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হল ভবনের ছাদ ঢালাইয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ১১ শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
ইউজিসির পক্ষ থেকে গঠিত এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান দুঃখ প্রকাশ করেছেন।
তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া বলেন- কমিটিতে সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেক্ট বিভাগের উচ্চ পর্যায়ের সদস্যরা রয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র হলটি পরিদর্শন করব।
তিনি আরও জানান, এই ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একটি বিশ্ববিদ্যালয় গাফিলতির মাধ্যমে কোনো কাজ চলতে পারে না। এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। ভবন নির্মাণের ক্ষেত্রে উন্নতমানের টেকনোলজি এবং মেটারিয়াল ব্যবহারের সুযোগ আছে। এক্ষেত্রে ঠিকাদার এবং প্রকৌশলীরা যদি কোনো কারচুপির আশ্রয় নিয়ে থাকে তাহলে তদন্ত কমিটির মাধ্যমে কঠোর ব্যবস্থার সুপারিশ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.