কবিতা খরবায়ু , আমায় তুমি তুচ্ছ কর, হালের ফ্যাশন, কুর্নিশ উনিশ

খরবায়ু 

    ড.গৌরী ভট্টাচার্য্য 

দুয়ার ঠেলিয়া   জানলা ঝাঁকিয়া

    তুফান আসিলো হাঁকিয়া,

ত্রস্ত  ব্যস্ত,     কি উদ্ভ্রান্ত

     নিরাপদ ঠাঁই খুঁজিয়া।

বিজুলি বাঁকিয়া   খেলে চমকিয়া

     খরবায়ু ছুটে ঠাটিয়া,

লণ্ড ভণ্ড      তুমুল কাণ্ড

      মেঘ আসে আঁধারিয়া।

ঝরে ঝর ঝর    করে কড়কড়

       সংঘাতে আঘাতিয়া,

উড়াইয়া ছুটে    চারপাশ লুটে

        বজ্রবৃষ্টি ছাপিয়া।

ঝাপটা ভীষণ    তীব্র কাঁপন

         বৃক্ষ মর্মরিয়া,

ভাঙে ডালপালা     ছোটঘর চালা

          জঙ্গল উফারিয়া।

কেশবেশ খসে    তুফানের ত্রাসে

           চলন সম্বরিয়া,

ঢেউয়ে গর্জন      আসে প্লাবন

            প্রাণ উঠে শিহরিয়া।

ভাঙনের সুরে     চুরমার ঝড়ে

           কতোকি নিলো কাড়িয়া,

বিধ্বংসী হেসে    শেষ অবশেষে

             খরবায়ু গেলো মিলিয়া।।

আমায় তুমি তুচ্ছ কর

ছন্দা দাশ

ভুল কি শুধুই আমার কেবল

একার ছিলো?

একলা আকাশ তাই কি

আমার মেঘলা হলো?

উঠোন জুড়ে ফুলের মেলা

তোমার ওধার

শূণ্যে কাঁদে মর্মরে হায়

আমার এধার।

আজকে তুমি আমায় এমন

তুচ্ছ করো

পালের হাওয়া বদলে গেছে

নবীণ প্রেমে

প্লাবনে তাই আর ভাসেনা

জোয়ার তোমার

এবং তুমি আজকে আমায়

তুচ্ছ করো

এবং তুমি তুচ্ছ করো।

 

হালের ফ্যাশন 

 রুনা লায়লা 

এটাই বোঝাতে চেয়েছি ।

ভালোবাসি বললে যদি ভালোবাসা হতো-

তাহলে যে মেয়ে প্রেমের টানে ছুটে এসে একা

পথে বসে কাঁদে , তাকে তুমি কি বলবে !

যে ছেলে প্রেমিকাকে বিয়ের পর খুন করে

আত্মঘাতী নাম দেয়

তাকে তুমি কি বলবে , বলো ?

এখনকার মানুষের ব্রেন চলে বেশি

ভালো থাকার জন্য ভালোবাসে কম

ছেলে কি মেয়ে, ধরো ছাড়ো গোছের ,

একাধিক প্রেমে পড়া একেকজনের কাছে ফ্যাশন ।

কুর্নিশ উনিশ

যুথিকা দাস

উনিশের ভোরে! সিক্ত ললাটে,

উনিশের সুরে ভাসে কৃষ্ণচূড়ার রঙ

আকাশ আজ রঙ মেখেছে  ,

পলাশের বুকের রক্ত মাখা শুভ্র ললাটে!

চারদিকে চলছে উৎসব মাখা সকাল

রাতের ক্লান্তি মুছে ফেলে সময়  এখন নির্ভুল,

ফুলের পাহাড়ে শহীদি মিনার রঞ্জিত আজ,

শহীদের শোকে কুঁকড়ে গেল

বইয়ের পাতার  মেকিরঙে ফুল!

যে ভোর এসেছিল মায়ের কোলের

ছেলে কেড়ে নিতে, তার বিশাল বক্ষে

রক্তাক্ত ভাষা মায়ের শুভ্র আঁচল,

মায়ের বুক বিঁধেছে কাঁচের তীক্ষ্ণ টুকরোতে,

আর বুলেটের গুলিতে ঝাঁজরা পাঁজর।

হায়! তুমি এসেছ হাতে নিয়ে মাল্যদানি,

আমার বুকের তেষ্টা মিটাতে বন্ধু?

একফোঁটা অশ্রু যদি দাও ঋণ, বিবর্জিত বাংলা শহীদ তিলকে,

কুর্নিশ জানাই  ! ধন্য বাংলা ভায়েরা

কমলার জননী তুমি,

বাংলা ভাষা গরবিনী,

কুনিচ আমার ভাই বীর শহিদেরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। 

#

Comments are closed, but trackbacks and pingbacks are open.