কন্টেইনমেন্ট জোনে ৩০শে জুন পর্যন্ত ” আনলক ১”

কলকাতা প্রতিনিধি: রবিবারের আগেই ঘোষিত হল ৫ দফার লক ডাউন ৷ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নতুন করে লকডাউনের নির্দেশিকা জারি করা হল। এবারের নির্দেশিকায় শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে।

শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বাকি জায়গা গুলিতে ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া হবে। যা খুলবে, সবই কন্টেইনমেন্ট জোনের বাইরে ৷ একাধিক ধাপে এই লকডাউন উঠবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বলা হয়েছে, ১ জুন থেকে এই নির্দেশনামা কার্যকর করা হবে। এবং এটি কার্যকর থাকবে ৩০ জুন পর্যন্ত। বর্তমান এই লকডাউনের ধাপটির নাম দেওয়া হয়েছে ‘আনলক ১’‌। এই ধাপে সরকারের মূল দৃষ্টি থাকবে অর্থনৈতিক অবস্থা ফেরানোর দিকে। কনটেইনমেন্ট জোনে কঠোর ভাবে লকডাউন পালন করা গবে বলে কেন্দ্র জানিয়েছে ৷
কনটেইনমেন্ট জোন বাদ দিয়ে ৮ই জুন থেকে শর্ত সাপেক্ষে খুলবে হোটেল রেস্তরাঁ, শপিং মলে, এবং অনান্য পরিষেবা এবং ধর্মীয় স্থান ৷ রাত ৯টা থেকে ভোর ৫টা অবধি কার্ফু জারি থাকবে ৷ শিক্ষা কেন্দ্র খোলার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.