কনসার্টে হামলার শিকার কৈলাশ খের

বিটিসি বিনোদন ডেস্ক: কনসার্টে গান পরিবেশনের সময় হামলার শিকার হয়েছেন জনপ্রিয় গায়ক কৈলাশ খের। ভারতের কর্নাটকের হাম্পি শহরে এ ঘটনা ঘটে।
গায়কের কনসার্টে বিপুল সংখ্যক শ্রোতা হাজির হয়েছিলেন। সে মঞ্চে গান পরিবেশনের সময় আক্রমণের শিকার হন তিনি। কৈলাশ খেরকে ঘিরে নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল কেন, এ নিয়ে প্রশ্ন উঠছে চারদিকে।
জানা গেছে, রোববার দর্শক সারি থেকে কৈলাশকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ একজনকে আটক করে। আক্রমণের ঘটনায় কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে আবারও গান গাইতে শুরু করেন কৈলাশ।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কৈলাশ কন্নড় ভাষার গান না গাওয়ায় দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। সম্ভবত সে ক্ষোভেই বোতল নিক্ষেপ করা হয় বলে ধারণা করা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.