কথা রাখার সময় এখনও শেষ হয়নি-আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আশার কথা শোনালেন আইনমন্ত্রী আনিসুল হক। এ আইন পরিবর্তনের সুযোগ আছে- এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, কথা রাখার সময় এখনও শেষ হয়নি। কথার বরখেলাপও করিনি। আমার সময়ও শেষ হয়ে যায়নি।

শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলা সমিতি আয়োজিত অভিষেক, ‘গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধনের দাবিতে সোমবার মানববন্ধন করার ঘোষণা দিয়েছে সম্পাদক পরিষদ।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, সম্পাদক পরিষদ যেটা বলেছে, আমরা যখন তাদের সঙ্গে বৈঠক করি, সেখানে তারা বিষয়টি উত্থাপন করেছিলেন। এ আইনের ৯টি ধারা সম্পর্কে তাদের বক্তব্য আছে। তবে এ আইনের ২১টি ধারা তাদের সঙ্গে আলাপ করেই দেওয়া হয়েছে। এই ২১ ধারার ব্যাপারে আমরা কোনো কথা শুনব না।

বাকি আটটি ধারা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, আইনটা যেহেতু সংসদে পাস হয়ে গেছে, সেহেতু এ নিয়ে কিছু বলা বা করার আগে বিষয়টি মন্ত্রিপরিষদে তুলতে হবে। সেটা এখনও করা হয়নি। তবে সময় এখনও শেষ হয়ে যায়নি।

ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির সভাপতি প্রকৌশলী কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কসব-আখাউড়ার সাবেক সংসদ সদস্য ও মিল্লাত গ্রুপের চেয়ারম্যান মিয়া আবদুল্লাহ ওয়াজেদ, উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, কসবা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ভূঁইয়া, সমিতির সাবেক সভাপতি আলহাজ সেলিম মাস্টার, সাবেক সভাপতি মেজর( অবঃ) আবুল ফাতাহ,সাবেক সাধারণ সম্পাদক এম এ কাইয়ূম প্রমুখ  বক্তব্য দেন।#

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.