কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর দামুড়হুদার প্রশাসন : বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের ন্যায় দামুড়হুদা উপজেলাতে ও কঠোর লকডাউন চলছে। আর এ লকডাউনে মানুষের অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া রোধে তৎপর রয়েছে দামুড়হুদা প্রশাসন।
আজ শনিবার (০৩ জুলাই) সকাল থেকে দামুড়হুদা উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করা গেছে।
এর মধ্যে কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতে ৮হাজার ৮’শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বিটিসি নিউজকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ মেনে চলতে উপজেলায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে। এ সময় উপস্হিত ছিলেন  অফিস সহকারি জিহন আলী সহ একদল পুলিশ সদস্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.