কঠোর লকডাউন চলছে চাঁপাইনবাবগঞ্জে, সংক্রমন নিম্নমূখী, মফস্বলে ঢিলেঢালা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: করোনা সংক্রমন রোধে সরকারের ঘোষণা মোতাবেক কঠোর লকডাউন চলমান রয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ শনিবার প্রশাসনের তদারকির মধ্যেও জরুরী সেবা ও পণ্যবাহী যানবাহন ছাড়া অসংখ্য অন্য ছোট ছোট যানবাহন রাস্তায় চলাচল করতে দেখা গেছে। মার্কেটগুলো বন্ধ রয়েছে।
জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাহির হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর লকডাউন কার্যকরে সর্বোচ্চ সতর্কতায় কাজ করছেন।
তবে মফস্বলের মানুষ সরকারী আদেশ উপেক্ষা করে বের হচ্ছে এবং মানছে না স্বাস্থ্য বিধি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও স্কাউটস টিম, কাস্কফোর্স সদস্যদের সহগোগিতায় জেলা ও উপজেলার বিভিন্নস্থানে ২৭টি ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান পরিচালনা করছে। পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যরা দায়িত্বে রয়েছেন।
গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের হার নিম্নমূখী। যা গড়ে ১০.৮৬%। জেলায় ১৮৪ জনের নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ২০ জন। জেলায় করোনায় মোট মৃত্যু ১২১। জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসেনি। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানার আহবান সিভিল সার্জনের।
আজ শনিবার দুপুরে জেলার সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলার করোনা সংক্রমন নিম্নমূখী।
আজ শনিবার সকাল পর্যন্ত জেলায় গত ২৪ ঘন্টায় জেলায় ১৮৪টি নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে ২০ জনের। এর মধ্যে ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষায় ৮ জনের পজেটিভ রেজাল্ট এসেছে। যা ১০.৫২%। র‌্যাপিড টেস্টে এসেছে ১০৮টি তে ১২জন পজেটিভ। জিনেক্স টেস্ট হয়নি। চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৪ হাজার ৪৫০জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৫৫জন। প্রাণহানি ঘটেছে ১২১ জনের।
জেলায় মোট করোনায় চিকিৎসাধিন মোট রোগীর সংখ্যা-৬৭৪জন। তিনি বলেন, জেলায় করোনা সনাক্তের হার নিম্নমূখী। তবে, এটা বৃদ্ধি বা কম হতে পারে। জেলার করোনা এখনও নিয়ন্ত্রণের বাহিরেই আছে।
কঠোর লকডাউন কার্যকরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কঠোর ভূমিকা রাখছে। জেলার মানুষ সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে একটা ভালো অবস্থানে আসবে চাঁপাইনবাবগঞ্জ জেলা বলেও জানান সিভিল সার্জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.