কঠিন লড়াইয়ে উইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিততে রীতিমতো ঘাম ছুটে গেল অস্ট্রেলিয়ার। ইনিংসের এক বল বাকি থাকতে ৩ উইকেটে জয় পায় অ্যারন ফিঞ্চের দল।
বুধবার কারারা ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা উইন্ডিজ নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৯ করে প্যাট কামিন্সের বলে আউট হন ওপেনার কাইল মেয়ার্স। শেষ দিকে ওডেন স্মিথ ১৭ বলে ২৭ রান করে দলের সংগ্রহ বাড়ান।
অজি বোলারদের মধ্যে ৩টি উইকেট পান জস হ্যাজেলউড। দুটি করে উইকেট দখল করেন কামিন্স ও মিচেল স্টার্ক।
১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। তবে হাল ধরেন অধিনায়ক ফিঞ্চ। ক্যারিয়ারের ১৮তম হাফসেঞ্চুরি করে তিনি বিদায় নেন। ৫৩ বলে ৬টি চারে ৫৮ করে আলজারি জোসেফের বলে আউট হন।
তবে শেষ দিকে ম্যাথিউ ওয়েডের ঝড়ো ব্যাটে জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। এই উইকেটরক্ষক-ব্যাটার ২৯ বলে ৫টি চারে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
উইন্ডিজ বোলার শেলডন কোটরেল ও জোসেফ ২টি করে উইকেট পান।
আগামী ৭ অক্টোবর ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.