কঙ্গোয় স্বর্ণ খনি থেকে ৮ চীনা নাগরিক অপহৃত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআরসি) দক্ষিণ কিভু প্রদেশে থেকে ৮ চীনা নাগরিককে অপহরণ করা হয়েছে। স্বর্ণের খনিটি মূলত মুকেরা এলাকায়। এটি চীনা কোম্পানী বেয়ন্ড মাইনিং-এর।
গতকাল রবিবার (২১ নভেম্বর) কঙ্গোলিজ সংবাদ মাধ্যমে এমন তথ্য জানানো হয়।
রাশিয়ান সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, গতকাল রবিবার (২১ নভেম্বর) সকালে অজ্ঞাত ব্যক্তিরা এই হামলা চালায়। তাদের প্রতিরোধে সামরিক বাহিনী পাল্টা গুলি চালায় এবং দুর্ভাগ্যবশত, তাদের মধ্যে একজন নিহত হয় এবং অন্য একজন গুরুতর আহত হয়।
মুকেরা এলাকার নাগরিক সমাজের প্রধান ক্রিস্টোফ বোনানি অ্যাকচুলাইট নিউজ আউটলেটকে জানিয়েছেন, সোনার খনি হামলায় ৮ চীনা নাগরিককে অপহরণ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.