কঙ্গোর তানগানইকা প্রদেশে ট্রেন লাইনচ্যুত, নিহত ৫০

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলের তানগানইকা প্রদেশে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

সিএনএন জানায়, কঙ্গোর মানবতাবিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটে তিনি লিখেন, ‘বড় একটি বিপর্যয় ঘটল। সরকারের পক্ষ থেকে আমি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দায়িত্বশীল কেউ দুর্ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারেনি।

আফ্রিকার এ দেশটিতে সম্প্রতি পরিবহন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। চলতি বছরের মার্চ মাসে দেশটির কাসাইপ্রদেশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়।

এর আগে ২০১৭ সালে একটি জ্বালানিবাহী ট্যাংকার বহনকারী ট্রেন লুলাবাবা প্রদেশের একটি নদীতে ডুবে গেলে কমপক্ষে ৩০ জন মারা যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.