কঙ্গোর অশান্ত পূর্বাঞ্চলে বিদ্রোহী হামলায় নিহত ২০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর পূর্বাঞ্চলে পৃথক হামলায় ২০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। সেখানে সপ্তাহান্তে সরকার ও লেন্দু সম্প্রদায়ের (এম২৩) বিদ্রোহীদের মধ্যে আবার লড়াই শুরু হয়েছে। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে  এএফপি এ কথা জানায়।
দেশটির ইতুরি প্রদেশে, লেন্দু সম্প্রদায়ের  সশস্ত্র ‘কোডেকো’ বিদ্রোহীরা দাবি করে, তারা অপর জাতিগত গোষ্ঠী  হেমা সম্প্রদায়ের হামলা থেকে নিজেদের রক্ষার জন্য লড়াই করছে।
তাদের অভিযোগ, হেমা গোষ্ঠী শনিবার  ভোরে মাহাগি জনপদের পাঁচটি গ্রামকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। এই এলাকার এক গ্রাম প্রধান আর্নল্ড  লোকবা জানান, ‘আপাতত আমরা ১৫ জন মৃত গণনা করেছি। নিহতদের মধ্যে বেশির ভাগ ছিল নারী, শিশু ও বৃদ্ধ।’
মূলত উগান্ডার একটি বিদ্রোহী গোষ্ঠী এডিএফ, ১৯৯০-এর দশকে কঙ্গোর পূর্বাঞ্চলে এসে এসব সশস্ত্র হামলা শুরু করে। তাদের বিরুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.