কখনো বিএনপিকে ক্ষমতায় বসাতে বলিনি : নজরুল

ঢাকা প্রতিনিধি: ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা কখনো বলিনি ক্ষমতা ছেড়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিন। আমরা নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চেয়েছি। আজ পর্যন্ত আপনাদের অধীনে কখনো সুস্থ নির্বাচন হয়নি।
আজ মঙ্গলবার (২৩ মে) রাজধানীর গাবতলী থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন নজরুল ইসলাম খান।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ পদযাত্রা কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
পদযাত্রা উপলক্ষে দুপুরের আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে হাতে সমাবেশ স্থলে সমবেত হতে থাকেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, আমরা জনগণের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি। ইতিমধ্যে আমাদের অনেক সাথী প্রাণ দিয়েছে। আমাদের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে। তারা পালিয়ে আছে। হাজার হাজার নেতাকর্মী ঢাকায় এসে রিকশা চালাচ্ছে, দোকানে কাজ করছে।
সরকারের সহায়তায় একটা গোষ্ঠী বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
সমাবেশ ও পদযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, কামরুজ্জামান রতন, কৃষকদলের হাসান জাফির তুহিন, যুবদলের সফিকুল ইসলাম মিল্টন, মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ইয়াছিন আলী, মহিলা দলের সুলতানা আহম্মেদ, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, জাসাসের হেলাল খান, ওলামা দলের নজরুল ইসলাম, মৎস্যজীবী দলের আ. রহিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর বিএনপির এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতাউর রহমান চেয়ারম্যান, মহানগর সদস্য এবিএমএ রাজ্জাক, হাজী ইউসুফ, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু ও ইঞ্জিনিয়ার মজিবুল হক, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, শাহআলী থানা বিএনপির আহ্বায়ক এস এম কায়সার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সেলিম দেওয়ান গিয়াসও সোলাইমান দেওয়ান, দারুসসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সায়েম মন্ডল সহ প্রমুখ।
সমাবেশ শেষে সাড়ে চারটার দিকে পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। গাবতলীস্থ বাগবাড়ী আইএফআইসি ব্যাংকের সামনে থেকে পদযাত্রা শুরু করে টেকনিক্যাল ও কল্যাণপুর বাস স্টেশন হয়ে শ্যামলী শিশু মেলার বাম পাশ দিয়ে ও পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে আগারগাঁও ৬০ ফিট শ্যামলী শিশু মেলা হয়ে ৬০ ফিট রোডে এসে শেষ হয় পদযাত্রা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.