কক্সবাজারে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত, নিম্নাঞ্চল প্লাবিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কক্সবাজারের হোটেল-মোটেল জোনসহ জেলার রামু উপজেলা, ঈদগাও, চকরিয়া, পেকুয়া, উখিয়া ও টেকনাফের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি পাশ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িও প্লাবিত হয়েছে।
এদিকে, অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ের চূড়া ও পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করেছেন জেলা প্রশাসক শাহীন ইমরান।
প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.